Delivered within 16/11/2024 - 18/11/2024
তাফসীরে ইবন কাছীরের প্রধান বৈশিষ্ট্য এই যে, ইহাতে কুরআনের তাফসীর করতে প্রথমে কুরআন ব্যবহার করা হয়েছে। তারপর রাসূলের হাদীস, অতঃপর সাহাবার আছার ও পরিশেষে তাবেঈনের আকওয়াল ব্যবহৃত হইয়াছে। হাদীস ব্যবহারের ক্ষেত্রেও বর্ণনার সূত্র, বর্ণনাকারীর চরিত্র ও হাদীসের স্তর ও শ্ৰেণীভেদের প্রতিটি দিক ইহাতে পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষিত হয়েছে।
আছার ও আকওয়ালের প্রয়ােগ ক্ষেত্রেও উহা সত্যাসত্যের কষ্টিপাথরে ভালভাবে যাচ-পরতাল করে নেয়া হয়েছে। মােটকথা, তাফসীরটিকে সত্যের মানদণ্ড হিসাবে দাঁড় করতে যত রকমের সতর্কতা ও সযত্ন প্রয়াস প্রয়ােজন তাহ সবই করা হইয়াছে। এর ফলেই তাফসীর জগতের এই অনন্য নির্ভরযােগ্য অমর সৃষ্টির আত্মপ্রকাশ সম্ভব হইয়াছে।
Title
Tafshire Ibn Kathir (Vol 1-11)
Publisher
Islamic Foundation
Language
Arabic and Bangla
Dimension in inchs
9.5*6.5
SKU
IF003
ইবনে কাছীর (১৩০১–১৩৭৩) ছিলেন একজন মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির ও ইতিহাসবিদ। তার পুরো নাম ইসমাঈল ইবন উমর ইবন কাসীর ইবন দূ ইবন কাসীর ইবন দিরা আল-কুরায়শী। ইবনে কাসির (রহ.) ৭০০ হিজরি মতান্তরে ৭০২ হিজরি সনে সিরিয়ার বসরান মাজদল নামক স্থানে জন্মগ্রহণ করেন। তবে ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থে তাঁর জন্মস্থান সিরিয়ার ‘মুজায়দিল’ নামক স্থানে উল্লেখ রয়েছে (এটি দুর্বল মত)। আল্লামা যাহাবী -এর পর তিনি উন্মুসসা’ওয়াত তানাকুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তিনি ‘নুজায়বিয়ায়’ শিক্ষকতা করেন এবং ৭৪৮ হিজরী সনে ফাওকানী বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। ইবনে কাসির শত শত শায়েখ থেকে শিক্ষা গ্রহণ করেন । এর মধ্য থেকে উল্লেখযোগ্য শায়েখগন হলঃ ১। শায়খ তকী উদ্দীন ইবন তাইমিয়া -(ফকিহ বিষয়ক) ২। সিরিয়ার কাসিম ইবন মুহাম্মদ বিরযালী -(ইতিহাস বিষয়ক) ৩। শায়খ মিযয়ী ইউসুফ ইব্ন আবদুর রহমান জামালুদ্দীন -(হাদিস বিষয়ক) [নোটঃ এই শায়েখের মেয়ে জায়নবকে তিনি বিয়ে করেন] ৪। উস্তাদ হাযরী -(গণিত বিষয়ক) ৫। জনাব ইজুদ্দীন আবু ইয়া’লা ৬। ইবনুল কালানসী ৭। ইবরাহীম ইবন আবদুর রহমান গাযারী ৮। নাজমুদ্দীন মূসা ইবন আলী ইব্ন মুহাম্মদ ইবনে কাসির ৭৭৪ হিজরী সনের ২৬ শাবান বৃহস্পতিবার তার ইনতিকাল হয়। তার জানাযায় বহুসংখ্যক লোকের সমাগম ঘটে। তার ওসীয়ত অনুসারে তার সর্বশেষ আবাসস্থল শায়খুল ইসলাম তকী উদ্দীন ইব্ন তাইমিয়্যা (র)-এর কাছে তাকে দাফন করা হয়। যা দামেশকের বাব আন-নাসর-এর সংলগ্ন এলাকায় অবস্থিত।