NoorBooks | Privacy Policy

নূর বুকস প্রাইভেসি পলিসিঃ

নূর বুকসের ওয়েবসাইটে প্রাইভেসি পলিসিতে উল্লেখিত সকল নিয়মাবলি এর ওয়েবসাইটের ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের ওয়েবসাইট ব্যবহার করার আগে আপনি এইটা নিশ্চিত করে নিন যে আপনি আমাদের শর্ত এবং নিয়মের ব্যপারে অবগত আছেন। সুতরাং আপনাকে নূর বুকসের প্রাইভেসি পলিসি ও ডিসক্লেমার পেইজ দুইটি মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ করা হল।

প্রাইভেসি পলিসিঃ ব্যক্তিগত তথ্য যেমন নাম, ই-মেইল, আইপি এড্রেস আমরা সংরক্ষন করে থাকি যা আমরা কোন থার্ডপার্টি কারো সাথে শেয়ার করিনা। যদি কোন ধরনের পরিবর্তন আসে তাহলে আমরা সে ব্যপারে আমরা আপনাকে অবগত করবো।

NoorBooks.Com সাইটটি আপনি মুক্তভাবে ভিজিট করতে পারবেন। আমাদের আপনার কোন ব্যক্তিগত তথ্য দিতে হবেনা। নূরবুকস ওয়েব সার্ভারে শুধুমাত্র আইপি এড্রেস ব্রাউজারের তথ্য এবং আপনার ভিজিটের সেশন স্টোর করে থাকে, আপনার কোন প্রকার নাম বা ইমেইল আমদের কাছে থাকেনা।

NoorBooks ইউজারের সার্চ কী-ওয়ার্ড স্টোর করে থাকে যাতে সে ব্যবহারকারীদের অনুসন্ধানকৃত বিষয়গুলিকে আরো বেশি সহায়ক করে তোলা যায়।

কুকিজঃ আপনি যখন আমাদের ওয়েবসাইট ব্যবহার করবেন আমরা আপনার মোবাইলে এক বা একাধিক কুজিজ প্রেরণ করবো, আমাদের সেবার মান উন্নয়ন, আপনার অবস্থান নির্ণয়, আপনার সার্চের বিষয়বস্তু এবং আপনি কি কি বিষয়ে প্রাধান্য দিচ্ছেন তা নির্ণয় করার জন্য আমরা এই কুকিজ গুলি ব্যবহার করে থাকি।

আপনাকে নিরবিচ্ছিন্ন ভাবে সেবা দেয়ার জন্য আপনার এই তথ্য গুলি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। গুগল সার্ভিস নূরবুকসের সম্মেলিত পরিসংখ্যান, ব্যবহারবিধি ও ওয়েব সাইটের প্রাসঙ্গিক তথ্যগুলি অত্যন্ত প্রয়োজনীয়। গুগল সার্ভিসের সাথে নূর বুকসেসের সম্মেলিত পরিসংখ্যান, ব্যবহারবিধি ও ওয়েবসাইটের প্রাসঙ্গিক তথ্যাবলি আমরা এলালেটিক্সের সাথে বিভিন্ন সময়ে আপনাকে আরো ভাল অভিজ্ঞতা দিতে শেয়ার করে থাকি, এটি কোন একক ব্যবহারকারীর তথ্য নয় বরং নহু ব্যবহারকারীর সম্মেলিত এক পছন্দ, অপছন্দের প্রতিফলক। এই তথ্য ব্যবহার করে আপনাকে একক ভাবে চিহ্নিত করা সম্ভব নয়। প্রতিমাসে সংগৃহিত এই তথ্যের সাহায্যে NoorBooks এ কোন বিষয় গুলি জনপ্রিয়,পাঠকেরা বেশি খোঁজ করেছেন, সামগ্রিক পছন্দের প্রথিফলন ইত্যাদি নিরুপন করা হয়।

এই ব্যপারে গুগল এনালেটিক্সের টার্মস এন্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি দেখতে পারেন। এই লিংক থেকে:
https://marketingplatform.google.com/about/analytics/terms/us