NoorBooks | Product Details
...
...
...
...
...
...

4 Khalifa of Prophet (saws) Biography in Bangla (4 Books set) Hardcover (মুসলিম জাহানের চার খলিফার জীবনী (৪টি বইয়ের কালেকশন))

890 ৳ 1360
Available: In Stock

Delivered within 23/11/2024 - 25/11/2024

Description

ইসলামের প্রারম্ভে যারা ইসলামের পতাকা উঁচিয়ে তুলেছিলেন, যাদের অক্লান্ত পরিশ্রমে ইসলাম আজ সারা বিশ্বে প্রতিষ্ঠিত, যারা পদে পদে সয়েছেন লাঞ্চনা, দুঃখ-কষ্ট তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম)।

 যদি আমরা নিজেদের ঈমানকে পাকাপোক্ত করতে চাই তাহলে সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের জীবনী জানার বিকল্প নেই। আর জানার জন্য প্রয়োজন বিশুদ্ধ দলিলভিত্তিক কোন বই। এমনি একটি প্যাকেজ এখন আপনার সামনে আমরা নিয়ে এসেছি

হযরত আবুবকর রাদ্বিয়াল্লাহু আনহু:

আবু বকরকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা। আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ রসুলুল্লাহ [সাঃ] বলেছেন, আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহন করতাম তাহলে আবু কুহাফার ছেলে আবু বাক্‌র সিদ্দীককেই বন্ধু বানাতাম। এই সাথী আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু।

হযরত উমার রাদ্বিয়াল্লাহু আনহু: 

হযরত উমর (রাঃ) ইসলামী রাষ্ট্রের জন্য এক চমৎকার প্রশাসন ব্যবস্থা চালু করেন। তাঁর অধীনস্থ লোকদের মঙ্গলচিন্তায় এতটা উদ্বিগ্ন থাকতেন যে, তিনি রাতে ছদ্মবেশে মদীনা শহরে বেরিয়ে পড়তেন।উমর ফারুক (রা) এর বিখ্যাত একটি উক্তি রয়েছে, “আজ যদি ফোরাতের তীরে একটা কুকুর না খেতে পেয়ে মারা যায়, তবে তার জন্য আমি উমার আল্লাহ কাছে দায়ী থাকব।”
তিনি সেই দশজন সৌভাগ্যশালীদের একজন মহানবী (সাঃ) যাঁদের বেহেস্তের সুসংবাদ প্রদান করেছিলে।

হযরত উসমান রাদ্বিয়াল্লাহু আনহু: 

রাসুলুল্লাহ (সা.) প্রথমে নিজের মেয়ে হজরত খাদিজার (রা.) গর্ভজাত সন্তান রুকাইয়াকে ওসমান (রা.)-এর সঙ্গে বিবাহ দেন। হজরত রুকাইয়ার ইন্তেকাল হলে তাঁর সহোদরা উম্মে কুলসুমকে হজরত ওসমান (রা.)-এর সঙ্গে বিয়ে দেওয়া হয়।

রাসুলুল্লাহ (সা.) তাঁকে একাধিকবার জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। রাসুলে করিম (সা.) বলেছেন,  প্রত্যেক নবীরই বন্ধু থাকে, জান্নাতে আমার বন্ধু হবে ওসমান।

হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহু: 

তিনি মাত্র ৯ থেকে ১১ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি প্রথম ইসলাম গ্রহণকারী বালক। ইসলাম গ্রহণের পর থেকে শাহাদাতবরণ পর্যন্ত তিনি ইসলামের অনেক কল্যাণ সাধন করেন। তাবুকের যুদ্ধ ছাড়া তিনি রাসুলল্লাহ সাঃ এর সাথে সব যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি রাসূলুল্লাহ সাঃ থেকে ৫৮৬ টি হাদিস বর্ণনা করেন। 

তার ইসলামের গভীরতা সম্পর্কে রাসুলল্লাহ সাঃ বলেছেন, আমি জ্ঞানের শহর আর আলি ঐ শহরের দরজা।

 

 

প্রকাশকের আরজ:

সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের, যিনি দয়া করে আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে এনে মুসলিম জাতির অন্তর্ভৃক্ত করেছেন। আমাদের প্রতি তার এ অপার দয়ার শুকরিয়া আদায় সারা জীবন সেজদায় পরে থাকলেও শেষ করতে পারব না। কেননা, মুসলমান ব্যতীত আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। পবিত্র কালামে আল্লাহ তা'আলা বলেন,

“হে লোকেরা তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে যথাযথভাবে ভয় কর, আর মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না।” (আলে ইমরান, ১০২)


লক্ষ কোটি দুরূদ ও ছালাম আমাদের নেতা  রহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম এবং তার আহালদের এবং ছাহাবায়ে কেরামের উপর।

মুসলমান হিসেবে জীবন যাপন পদ্ধতির উজস্বল দৃষ্টান্ত মহানবী হযরত মুহাম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরই খোলাফায়ে রাশেদীন ও ছাহাবায়ে
কেরাম রাদ্বিআল্লাহু তা'আলা আনহুম। তাঁদের জীবন যাপন পদ্ধতি থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমেই মুসলমান হিসেবে আমাদের যা করনীয় তাতে সাফল্য লাভে
সক্ষম হব ইনশাআল্লাহ।

এ লক্ষ্যকে সামনে রেখেই আমরা খোলাফায়ে রাশেদীনের যথাক্রমে হযরত আবু বকর ছিদ্দীক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গণি ও হযরত আলী রাদিআল্লাহু তাআলা আনহুমের জীবনী  প্রকাশের উদ্যোগ গ্রহণ করি।

পরিশেষে মহান আল্লাহর দরবারে আমাদের আকুল আবেদন তিনি যেন দয়া করে আমাদের এ উদ্যোগ কবুল করেন।

বিনীত প্রকাশক

 

Details

Title

4 Khalifa of Prophet (saws) Biography in Bangla (4 Books set) Hardcover

Publisher

Mina Book House

Language

Bangla, Arabic

Number Of Pages

1392

Dimension in inchs

8.5*6

SKU

MB059

মাওলানা লুৎফুর রহমান

বুদ্ধিজীবী, বিশিষ্ট দার্শনিক, নান্দনিক কথা সাহিত্যিক,কুরআন-সুন্নাহর আলোকে বিজ্ঞান সম্মত দালিলিক ভাবে গবেষণায় তাফসির পেশের মাধ্যমে জগতে নতুনধারা সৃষ্টিকারী,বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন “রাহবারে মিল্লাত” আল্লামা হযরত মাওলানা লুৎফর রহমান। জন্ম: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বদরপুর গ্রামে ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা আব্দুস সামাদ একজন স্বনামধন্য আলেম ও সমাজসেবক মাতা: বেগম মাকসুদা খাতুন। শিক্ষাজীবন: তাঁর পিতা মাওলানা আব্দুস সামাদ অত্যন্ত বুজুর্গ আলেম। পিতার হাতেই তিনি ইসলামী শিক্ষার সুচনা করেন। এছাড়া তিনি কালাইয়া সিনিয়র মাদ্রাসা থেকে ১৯৬১ সালে কালাইয়া সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল। ১৯৬৩ সালে রায়পুর আলিয়া মাদ্রাসা থেকে আলিম। ১৯৬৫ সালে ফাজিল। এবং ১৯৬৭ সালের কৃতিত্বের সাথে কামিল পাশ করেন। ইসলামী শিক্ষার পাশাপাশি তিনি নবাব ফয়জুন্নেসা কলেজ থেকে ডিগ্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবনের সকল পরীক্ষায় ফার্স্ট ক্লাস এবং স্কলারশিপ প্রাপ্ত একজন মেধাবী মুখ হিসেবে তিনি পরিচিত। কর্মজীবন: তিনি রাজখালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মজীবনে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন। কর্মজীবনের পাশাপাশি সামাজিক উন্নয়ন অগ্রগতিতে সর্বদা নিজেকে উৎসর্গ করেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজ যোগ্যতার স্বাক্ষর রাখেন। তিনি অসংখ্য মসজিদ,মাদ্রাসা,এতিমখানা ইসলামী পাঠাগার দেশে-বিদেশে প্রতিষ্ঠা করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান কান্ট্রি চেয়ারম্যান হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশে সমাজে বহুল পরিচিত মাওলানা লুৎফর রহমান। ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন কোরিয়া, জাপান, প্রাচ্য ও পাশ্চাত্যের অসংখ্য দেশ ভ্রমণ করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ্ব মাওলানা লুৎফর রহমান একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। তিনি বাংলা,ইংরেজি,আরবি,ফারসি, উর্দ, হিন্দি এবং সংস্কৃতি ভাষা সহ বহু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তাঁর ওয়াজ শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কোরআন প্রচারের পাশাপাশি তিনি অনেক দুর্লভ গ্রন্থ রচনা করে দেশবিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। নব্য জাহিলিয়াতে আচ্ছাদিত অন্ধকারের এই যুগ সন্ধিক্ষণে মুহতারাম মাওলানা লুৎফর রহমানের মতো দ্বীনে উজ্জ্বল নক্ষত্রকে মহান আল্লাহ কবুল করুন “মিল্লাতের রাহবার” হিসেবে।